এবার আদিবাসী এলাকায় মধ্যস্থতার মাধ্যমে আইনী বিবাদ মেটানোর প্রচারে জোর,প্রকাশিত হল অলচিকিতে প্রচারপত্র।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মধ্যস্থতার মাধ্যমে আইনি বিবাদ অর্থাৎ মামলা মেটানোর সুবিধার প্রচারে রাজ্যের জঙ্গলমহলের আদিবাসী এলাকায় কিছুটা ঘাটতি ছিল। যার জন্য প্রত্যন্ত এলাকার আদিবাসীদের মধ্যে এই প্রচার ব্যাপক ভাবে করতে এবার অলচিকি ভাষায় প্রচার পত্র বিলির উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট মিডিয়েশন এন্ড কন্সিলিয়েশন কমিটি। আজ বাঁকুড়া রবীন্দ্রভবনে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এই তিন জেলার আঞ্চলিক সম্মেলনে কলকাতা হাইকোর্ট মিডিয়েশন কমিটির সভাপতি বিচারপতি হরিশ ট্যান্ডন আনুষ্ঠানিক ভাবে এই অলচিকি প্রচারপত্র প্রকাশ করেন। এই কমিটির সদ্যস্য বিচারপতি সৌমেন সেন জানান,জেলা আইনি পরিষেবা কেন্দ্রের মাধ্যমে আদিবাসী এলাকায় আইনি সচেতনতা শিবির করে এই অলচিকি প্রচারপত্র বিলি করা হবে। যার ফলে মধ্যস্থতার মাধ্যমে বিবাদ নিষ্পত্তির বিষয়ের পদ্ধতি ও তার উপকারিতা সহযে তারা বুঝতে পারবেন। এমন কি আদিবাসী এলাকায় সাঁওতালী ভাষার আইনি মধ্যস্থতাকারী নিয়োগেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কোন এলাকায় তা না পাওয়া গেলে তখন দোভাষী দিয়ে কাজ চালানো হবে। মূলত গ্রামের প্রান্তিক মানুষজনের সময়, টকার খরচ বাঁচাতে এবং হয়রানি লাঘব করতে এই মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তি পরিষেবা পৌঁছে দিতে চাইছে হাইকোর্টের মিডিয়েশন কমিটি বলেও জানান তিনি। এছাড়া সকল ভাষাভাষী ও সম্প্রদায়ের মানুষকে সুবিধা নিতে আগ্রহী করে তুলতে আদালতের আইনজীবীদেরও একটা বড়ো ভূমিকা রয়েছে। তাই তিন জেলার আইনজীবীদের প্রতিনিধিদের সম্মেলনে এই বিষয়ে নানা পরামর্শ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]