জঙ্গলমহল খাতড়া

এবার সিরিয়াল চুরির ঘটনা জঙ্গলমহলে! বছরের প্রথম রাতেই হীড়বাঁধে ১১টি বাড়ীতে চুরি।

এবার সিরিয়াল চুরির ঘটনা জঙ্গলমহলে! বছরের প্রথম রাতেই হীড়বাঁধে ১১টি বাড়ীতে চুরি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বছরের প্রথম রাতেই "সিরিয়াল চুরির " ঘটনায় জঙ্গলমহলের হিড়বাঁধে চাঞ্চল্য চড়াল!গ্রামে পর পর ১১ টি বাড়িতে চুরির ঘটনা ঘটে হিড়বাঁধ থানার দেউলি গ্রামে।গভীর রাতে তালা ভেঙে চোরেরা বাড়ীতে ঢুকে আলমারি ভেঙে টাকা, পয়সা, গয়নাগাটি,কাঁসা ও পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দেয়।কয়েকটি বাড়ি থেকে আবার বেশকিছু ধানের বস্তাও চুরির ঘটনা ঘটে। তবে এই ১১ টি বাড়ির কোনোটিতেই বাসিন্দারা ছিলেন না। বছর শেষে পিকনিক ও ভ্রমণে যাওয়ায় বাড়ী গুলি ফাঁকা ছিল। সেই সুযোগেই তালা ভেঙ্গে ঢুকে, তাদের কাজ সেরে পালায় চোরের দল। যাওয়ার আগে বাড়ী গুলোর পাশাপাশি দুটি মন্দিরেরও তালা ভাঙ্গে তারা। যদিও, সেখান থেকে কিছু চুরি যায়নি বলেই জানিয়েছেন, গ্রামবাসীরা।ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই ওই গ্রামে পৌঁছায় হিড়বাঁধ থানার পুলিশ। শুরু করে তদন্ত।এদিকে এমন ঘটনা আগে কোনও দিন ঘটেনি বলেই জানিয়েছেন গ্রামবাসীরা।

রাতে চুরির ঘটনা ঘটলেও সকালে ঘুম থেকে উঠে তা টের পান গ্রামবাসীরা।গ্রামবাসী হারাধন গোস্বামী, গৌতম চট্টোপাধ্যায়রা জানান, এর আগে, গ্রামে এমন ঘটনা কোন দিনও ঘটেনি। একরাতে একসঙ্গে পর পর এতগুলো বাড়িতে চুরির ঘটনায় আমরা আতঙ্কিত। তাই গ্রামের ক্লাবের ছেলেরা এবার গ্রামে রাত পাহারা শুরু করবে বলে ঠিক করেছে। এই ভাবে ফাঁকা ঘরে চুরির ঘটনা বাঁকুড়া ও বিষ্ণুপুরের শহর এলাকায় কয়েকবার ঘটেছিল। সেই একই কায়দায় চুরির ঘটনা ঘটল এবার জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম হীড়বাঁধে।

এখন দেখার,পুলিশের তদন্তে এই সিরিয়াল চুরির কিনারা হয় কি না।?

Next Story