তিতলির জেরে, বাঁকুড়াতেও হলুদ সতর্কতা জারী করল হাওয়া অফিস। পরশু পর্যন্ত ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা !

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তিতলির প্রভাবে বাঁকুড়া জেলা জুড়েও ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিল হাওয়া অফিস। এমনকি জারি করা হয়েছে হলুদ সতর্কতাও!
জেলায়, আজ থেকে আরও দুদিন অর্থাৎ পরশু পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, জেলার আবহাওয়া দপ্তর। পাশাপাশি, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, তিতলি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিনত হলেও স্বস্তি নেই রাজ্যবাসীর। রাজ্যে, এর জেরে ভারী বর্ষণের সম্ভাবনা যেমন রয়েছে,তেমনি রাজ্যের উপকূলবর্তী এলাকায় আগামী ৩৬ ঘন্টায় ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আমাদের জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। এমনকি এই আশঙ্কায় বাঁকুড়াতেও হলুদ সতর্কতা জারী করে রেখেছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, পরশু পর্যন্ত 'বৃষ্টি'- অসুরের ভুমিকা নিলে সমস্যায় পড়তে হবে জেলার পুজো কমিটি গুলোকে।
তাদের শেষ মূহুর্তের মন্ডপ সজ্জায়, শেষে তিতলি জল ঢেলে দিলে, মন্ডপ শিল্পীদের প্রায় মাস দুয়েকের প্ররিশ্রম মাঠে মারা যাবে। এই আশঙ্কাও রয়েছে!
ভারী বর্ষনের আশঙ্কায় অনেক পূজো কমিটিকে বৃষ্টি ঠেকাতে বিকল্প ব্যবস্থাও নিতে হচ্ছে মন্ডপ বাঁচাতে।
তাই পূজো কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ!
তবে, আশার কথা,পরশু'র- পর দুর্যোগ কেটে যাবে?
এমন আভাষ দিয়েছে জেলার আবহাওয়া দপ্তর। ফলে, খানিকটা হলেও জেলাবাসীর স্বস্তি মিলবে হাওয়া অফিসের এই আগাম বার্তায় তা বলাই বাহুল্য।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও সেই দল ত্যাগী নেত্রীকেই মন্ডল সভাপতি...
23 May 2022 7:12 PM GMTমামার বাড়ী বেড়াতে এসে বেপরোয়া ট্রাক্টরের বলি পাঁচ বছরের শিশু,আহত...
23 May 2022 3:46 PM GMTএবার বাংলা কে ভেঙ্গে নতুন জঙ্গলমহল রাজ্য গড়ার দাবী তুলে বিতর্কে জড়ালেন ...
23 May 2022 1:53 PM GMTগরমের দাপটে রক্তের টান ব্লাড ব্যাঙ্ক গুলিতে,বাঁকুড়া জেলা জুড়ে রক্ত...
22 May 2022 5:53 PM GMTওন্দায় চাকরির নামে মোটা টাকা প্রতারণা,অভিযুক্ত তৃণমূল নেতা, প্রতিবাদ...
22 May 2022 3:44 PM GMT
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও সেই দল ত্যাগী নেত্রীকেই মন্ডল সভাপতি...
23 May 2022 7:12 PM GMTএবার বাংলা কে ভেঙ্গে নতুন জঙ্গলমহল রাজ্য গড়ার দাবী তুলে বিতর্কে জড়ালেন ...
23 May 2022 1:53 PM GMT১ জুন বাঁকুড়ার সতীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভা,প্রতি বুথ...
22 May 2022 11:24 AM GMTমুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে জঙ্গলমহলে থানা...
21 May 2022 7:38 PM GMTবারিকুল মাও পোস্টার কান্ডে অভিযুক্ত উত্তর ২৪ পরগানার ঘোলা থেকে ধৃত...
10 May 2022 6:58 PM GMT