তিন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। জেলায় শক্তি বাড়ল শাসক দলের।
BY Bankura 24x74 Dec 2018 9:01 PM IST
X
Bankura 24x74 Dec 2018 9:01 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের আরও তিন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। এবার বিধায়ক শম্পা দরিপার হাত ধরে আজ বাঁকুড়া ১নাম্বার ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপিষ্টার পঞ্চায়েত সদস্য জাকির খাঁ,শাবানা খাতুন এবং আইলাকান্দির পঞ্চায়েত সদস্য সঞ্জয় রায় আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করলেন।
বাদুলাড়া গ্রামে এক জনসভার আয়োজন করে তৃণমুল এই যোগদানের কর্মসূচি নেয়।
এই যোগদান সভায় বাঁকুড়া বিধানসভার বিধায়ক শম্পা দরিপা,জেলা তৃণমূল নেতা সুব্রত দরিপা, জেলা যুব তৃণমূল সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই তিন জনই গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে লড়াই করে জয়লাভ করেন।
এবার, এরা ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় লোকসভা ভোটের আগে খানিকটা হলেও এলাকায় তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
#দেখুন ভিডিও।[embed]
Next Story