জঙ্গলমহল খাতড়া

রানিবাঁধে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নষ্ট টিএলএম, বেতন কাটার মতো কড়া শাস্তির দাওয়াই ডিএমের।

রানিবাঁধে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নষ্ট টিএলএম,  বেতন কাটার মতো কড়া শাস্তির দাওয়াই ডিএমের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রনিবাঁধে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিতে গিয়ে এই ব্লকের রাঙ্গাডি গ্রামে হানা দিয়ে সেখানকার অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বেহাল অবস্থা দেখে রুষ্ট হয়ে ওই কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে কড়া শাস্তির নির্দেশ দিলেন জেলাশাসক উমা শঙ্কর এস। এমনকি বৈঠকে সিডিপিও কে এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীর বেতন থেকে এই কেন্দ্রের নষ্ট হওয়া শিশুদের শিখন সামগ্রী (টিএলএম) র দাম কেটে নেওয়ারও নিদান দেন জেলাশাসক। গ্রামে ঘুরে মানুষের সাথে কথা বলে এখানকার কিছু রাস্তার হাল ফেরানোর আশ্বাসও দেন তিনি। এমন কি তার কাছে এক গ্রামবাসী অভিযোগ করেন যে গ্রামের এক ব্যক্তি বাড়ী করার টাকা পাইয়ে দেওয়ার নামে করে কাটমানি নিলেও তিনি বাড়ীর টাকা পাননি। এই অভিযোগ শুনেই জেলাশাসক পুলিশকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/kotulpur-mysteriously-burned-to-death-a-housewife-the-father-of-the-housewife-has-filed-murder-case/img-20191114-wa0028/" rel="attachment wp-att-7099">

Next Story