ব্রেকিং নিউজ

পখন্নায় তৃণমূলের ওপর হামলা,আহত ১১,অভিযোগের তীর বিজেপির দিকে।

পখন্নায় তৃণমূলের ওপর হামলা,আহত ১১,অভিযোগের তীর বিজেপির দিকে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তৃণমূল পার্টি অফিসে হামলা এবং তৃণমূল কর্মী, সমর্থকদের মারধরের ঘটনায় উতপ্ত হল বড়জোড়া থানার পখন্না গ্রাম। এই ঘটনায় তৃনমুলের ১১ জন জখম হয়েছেন। তাদের মধ্যে ২ জন বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।আর ৮ জনের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। এক জন কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই হামলার ঘটনায় বিজেপির ওপর দায় চাপিয়েছে তৃণমূল। তৃণমূলের দাবী,পঞ্চায়েত অফিসে হামলার পাশাপাশি, তৃণমূলের দলীয় কার্যালয়েও হামলা চালায় বিজেপির লোকজন। বিজেপির কর্মীদের বেধড়ক পেটানো হয়।কয়েক জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়।বয়স্কদেরও ছাড় দেয়নি বিজেপির গুন্ডারা। এমন কি পঞ্চায়েত অফিসে ইঁট পাটকেল ছোঁড়া হয়েছে বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে।পঞ্চায়েতের কয়েক জন কর্মীও জখম হয়েছেন বলে জানা গেছে। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে আজ তাদের কোন ডেপুটেশন কর্মসূচি ছিল না। তৃণমূলের ওপর তাই তাদের হামলার কোনো প্রশ্নই ওঠেনা। অন্যদিকে, স্থানীয় সুত্রে জানা গেছে, গত কাল কাটমানি ইস্যুতে বিজেপি ডেপুটেশন দেয়।আজ তারা প্রধানের কাছে হিসেব,নিকেশ দেখতে মিছিল করে পঞ্চায়েতে যাওয়ার কর্মসুচী নেয়। অভিযোগ, ওই মিছিলের জমায়েত থেকেই এদিন হামলা চালানো হয়েছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-work-of-making-maps-is-going-to-prevent-land-grabbing-of-the-forest-department-said-ccf/img-20190623-wa0069/" rel="attachment wp-att-5737">

Next Story