ব্রেকিং নিউজ

পখন্নায় রাতের অন্ধকারে তৃনমূল পার্টি অফিসে চড়াও হয়ে, চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মার, আহত ৮। অভিযোগের তীর বিজেপির দিকে,অভিযোগ অস্বীকার বিজেপির।

পখন্নায় রাতের অন্ধকারে তৃনমূল পার্টি অফিসে চড়াও হয়ে, চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মার, আহত ৮। অভিযোগের তীর বিজেপির দিকে,অভিযোগ অস্বীকার বিজেপির।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাতের অন্ধকারে তৃণমূললের পার্টি অফিসে চড়াও হয়ে, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক পেটানো হল তৃণমূল কর্মীদের। পাশাপাশি ব্যাপক ভাঙ্গচুর চালানো হয়।পার্টি অফিসের আসবাব পত্র, টিভি ভেঙ্গে দেওয়া হয়েছে, আটটি মোটর বাইক ও ভেঙে ফেলা হয়। বুধবার রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বিষ্ণুপুর লোকসভার বড়জোড়া ব্লকের পখন্না পঞ্চায়েতের চান্দাই গ্রামে। তৃণমূল পুরো হামলার দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছে।তৃণমূল ব্লক সভাপতি অলোক মুখোপাধ্যায় দবী, করেন জনা ত্রিশের বিজেপির হামলাকারী দল এই কান্ড ঘটায়। মারধর,ভাঙ্গচুরের পাশাপাশি, কর্মীদের বাড়ীতে ব্যাপক ইট বৃষ্টি করে বিজেপির লোকজন। ঘটনায় ৮ জন তৃণমূল কর্মী আহত হন। তাদের মধ্যে ৬ জন কে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা র‍য়েছে। আমরা গ্রামের শান্তি,শৃঙ্খলা বজাই রাখতে সচেষ্ট রয়েছি। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, গ্রামে পুলিশ পিকেট রাখা হয়েছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/hs-rank-4-th-mahaakash-bankura-zila-school/may-19-ac-2/" rel="attachment wp-att-5048">

Next Story