বাই...বাই... মুনমুন? প্রার্থীর দৌড়ে এগিয়ে শম্পা ও শ্যামল?
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাই..বাই.. মুনমুন সেন? এবার সম্ভবত বাঁকুড়া লোকসভায় প্রার্থী হচ্ছেন না মুনমুন সেন? তাকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী পদ দিচ্ছেনা তৃণমূল কংগ্রেস? সূত্রের খবর, বাঁকুড়ার বদলে মুনমুন কে বরং কলকাতা বা কলকাতা শহরতলীর কোন কেন্দ্রে প্রার্থী করার কথা বিবেচনা করতে পারে তৃণমূল। প্রসঙ্গত, সম্প্রতি একটি পেশাদার কোম্পানি কে দিয়ে লোকসভা কেন্দ্রওয়াড়ী সমীক্ষা করায় তৃণমূল। সেই সমীক্ষায় 'জনমত' মুনমুন কে ফের প্রার্থী করার, বিপক্ষে যায়।তাই, মুনমুন কে বাঁকুড়াতে ফের প্রার্থী করার ঝুঁকি নিতে চাইনি দল বলেও সূত্রের খবর।এদিকে, মঙ্গলবার বিকেল নাগাদ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে খবর। এখনো পর্যন্ত যা খবর সেই অনুযায়ী বাঁকুড়া কেন্দ্রে প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন বিধায়িকা শম্পা দরিপা।তবে পাশাপাশি, সুব্রত মুখার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামও বিবেচনা করতে পারে দল বলেও জানা গেছে। অন্যদিকে,বিষ্ণুপুর কেন্দ্রে প্রার্থী পদ পাওয়ার দৌড়ে আনেক খানি এগিয়ে রয়েছেন বিধায়ক শ্যামল সাঁতার? তার প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা। তবে,পাশাপাশি,শিউলী সাহার নামও বিকল্প হিসেবে বিবেচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সুত্র মারফত,এমন খবর মিললেও শেষ মূহুর্তে নামে চমক থাকলেও থাকতে পারে বলেও দাবী করা হয়েছে দলের ভিন্ন আর একটি সূত্রে। তবে, চুড়ান্ত প্রার্থী তালিকা জানতে মঙ্গলবার বিকেল পর্যন্ত আপেক্ষা করতেই হবে।