নিজের গ্রামে রঙ খেলে অভিনব ভোট প্রচারে শ্যামল সাঁতরা #দেখুন ভিডিও।
BY Bankura 24x721 March 2019 6:47 AM GMT
X
Bankura 24x721 March 2019 6:47 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোট প্রচারেও লাগল রঙের ছোঁয়া! জেলার বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা তার জন্মস্থান জয়পুরের ডিহা গ্রামে আজ দিনভর মাতলেন রঙের উৎসবে। গ্রামের ঘরে,ঘরে আবির হাতে চলল জন সংযোগ। বড়োদের প্রণাম আর ছোটোদের আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে এক প্রস্থ ভোট প্রচারও সেরে নিলেন তিনি। কর্মী, সমর্থকদের আবদারে বাজনার তালে,তালে কোমরও দোলালেন। এভাবেই রঙের উৎসবে আম জনতাকে কার্যত রাজনীতির রঙে রাঙিয়ে দিয়ে ভোট বৈতরণী পারাপারের প্রয়াস যে চলল পুরোদমে তা,বলাই বাহুল্য!
#দেখুন🎦 ভিডিও 👇[embed]
Next Story