শালতোড়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান খুন, ২জন কে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার শালতোড়ায় তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান কে খুনের ঘটনায় বিজেপির নামে অভিযোগ তুলল মৃতের পরিবার। স্থানীয় দুই বিজেপি কর্মী মঙ্গল মাজি ও বুড়া ওরফে রবি মাজির নামে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সরব মৃতের পরিবার। পুলিশ ওই দুই অভিযুক্ত কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
খুন হওয়া তৃনমুলের প্রাক্তন প্রধানের নাম কাজল মন্ডল (৩৮)। তিনি সালমা অঞ্চলের প্রধান ছিলেন।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,গতকাল দুপুরে বাড়ীর অদুরে খড়িবাঁধ গ্রামের নির্জন এলাকায় ঝোপ থেকে পরিবারের লোকজন কাজল কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তখন মাথায় ভারী অস্ত্রের কোপ ছিল।তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে রানীগঞ্জে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে আজ বেলা দশটা নাগাদ তার মৃত্যু হয়। অভিযোগ, মঙ্গল ও বুড়া কাজল কে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে, এবং মাথায় কুড়ুল জাতীয় কোনো ভারী কিছু দিয়ে জোরালো আঘাত করে। তার জেরেই মৃত্যু হয় কাজলের। কাজলের পরিবার ও তৃণমূলের অভিযোগ, বিজেপির দুই কর্মী পরিকল্পিত ভাবে কাজল কে খুন করেছে। এদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও তোলেন তারা। অন্যদিকে, এই আভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে পাল্টা দাবী করেছে বিজেপি। ইতি মধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে শালতোড়া থানার পুলিশ।
#দেখুন 🎦ভিডিও। 👇[embed]