২৩মের পরও রাজ্যে আমরা ক্ষমতায় থাকব, তাই পশ্চিমবঙ্গ থেকে কেও কাওকে তাড়াতে পারবেনা, দিলীপ ঘোষ কে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন অরুপ চক্রবর্তী!

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শুক্রবার কোতুলপুরে দলীয় প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে ভোট প্রচারে এসে, তৃণমূল কে হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, যারা ধমকাচ্ছেন,চমকাচ্ছেন তাদের ২৩ মের পর জেলা, ছাড়া ও রাজ্য ছাড়া করা হবে। আজ, শনিবার ইন্দাসে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার ভোট প্রচারে গিয়ে, দিলীপ ঘোষ কে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা তথা বাঁকুড়া জিলা পরিষদের মেন্টর অরুপ চক্রবর্তী। তিনি এদিন সাংবাদিকদের বলেন, ২৩মের পরও রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকবে, জিলা পরিষদ,পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সব আমাদের দখলে থাকবে তাই পশ্চিমবঙ্গ থেকে কেও কাওকে তাড়াতে পারবেনা। যাদের পায়ের তলার মাটি সরে গেছে তারাই এসব ভুল-ভাল মন্তব্য করে মানুষ কে বিভ্রান্ত করছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]