মদন মিত্র কোন চ্যালেঞ্জে হারলে মাথা কামিয়ে ঘোরার কথা ঘোষনা করলেন বাঁকুড়ার দলীয় সভায় ? জানতে, দেখুন পুরো ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহের কাছে চ্যালেঞ্জে হারলে মাথা কামিয়ে দেবেন তৃণমূল নেতা মদন মিত্র! আজ বাঁকুড়ার তামলীবাঁধে তৃণমুল কংগ্রেসের দলীয় সভা মঞ্চ থেকে আমিত শাহকে উত্তর কলকাতার বদলে দক্ষিণবঙ্গের আসানসোল থেকে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।
এবং প্রকাশ্য সভায় ঘোষনা করেন, আসানসোল লোকসভা আসনে অমিত শাহকে তিন লক্ষ ভোটের ব্যবধানে না হারাতে পারলে মাথা কামিয়ে নেবেন এই বিতর্কিত তৃণমূল নেতা। পাশাপাশি,দেশের সিবিআইয়ের ডামাডোল পরিস্থিতির প্রসঙ্গ টেনে এনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এক হাত নেন।
প্রসঙ্গত, এখানেই বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ দিন তিনেক আগে সভা করেছিলেন। তার কার্যত পাল্টা সভা করে নিজেদের ক্ষমতা জাহিরের কৌশল নেয় জেলা তৃণমূল।
যদিও, একে বিজেপির পাল্টা সভা বলতে রাজী নন মদন মিত্র। তিনি বরং বলেন এদিনের সভা আসলে ১৯ জানুয়ারী বিগ্রেডের সভার প্রস্তুতি সভা।
#দেখুন ভিডিও।
[embed]