নজরে ভোট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রোড শো করে মনোনয়ন জমা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। #দেখুন 🎦 ভিডিও।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রোড শো করে মনোনয়ন জমা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। #দেখুন 🎦 ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : হিন্দু স্কুল ময়দান থেকে মহা মিছিল করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রের দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিল করল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সাথে থেকে বাঁকুড়া কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায় এবং বিষ্ণুপুর কেন্দ্রে শ্যামল সাঁতরার মনোনয়ন পত্র জমা দেন। অভিষেকের উপস্থিতি ঘিরে নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছিল গোটা কালেক্টরেট চত্ত্বর।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/storm-effect-at-mukutmonipur/aug-20-1/" rel="attachment wp-att-4286">

Next Story