Home > নজরে ভোট > তৃণমূল প্রতিপক্ষই নয়,বাঁকুড়ায় মূল লড়াই বিজেপির সাথে বামের,এমনটাই জানালেন, অমিয় পাত্র।
তৃণমূল প্রতিপক্ষই নয়,বাঁকুড়ায় মূল লড়াই বিজেপির সাথে বামের,এমনটাই জানালেন, অমিয় পাত্র।
BY Bankura 24x76 April 2019 12:43 PM GMT

X
Bankura 24x76 April 2019 12:43 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া লোকসভা ভোটে এবার তৃণমূল কংগ্রেস কে প্রতিপক্ষ বলে মনে করছে না সিপিএম। উল্টে বিজেপি কেই তারা প্রধান প্রতিপক্ষ বলে মেনে নিয়ে বিজেপির সাথেই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। খোদ এই কেন্দ্রের সিপিএম প্রার্থী অমিয় পাত্র আজ মেজিয়াতে ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের কাছে এই নির্বাচনী সমীকরণ ব্যক্ত করেন। তিনি বলেন, তৃণমূল কোন প্রতিপক্ষই নয়, বরং বামেদের এই আসনে লড়াই হবে বিজেপির সাথে। আজ জেলার মেজিয়া শিল্পাঞ্চলে ভোট প্রচারে গিয়ে শিল্পের বেহাল দশার প্রসঙ্গ তুলে শাসক দলের বিরুদ্ধে তোলাবাজীর অভিযোগে সরব হন তিনি। যদিও,তৃণমূল তোলাবাজীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]
Next Story