নজরে ভোট

জেলার তিন পুরসভার উন্নয়নের খতিয়ান তুলে ধরতে তিন শহরে নাগরিক সম্মেলনের নিদান শুভেন্দুর।

জেলার তিন পুরসভার উন্নয়নের খতিয়ান তুলে ধরতে তিন শহরে নাগরিক সম্মেলনের নিদান শুভেন্দুর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুরভোটের প্রার্থীর সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই জেলায় এসে পুর ভোটের প্রস্তুতি বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার সাংগঠনিক পর্যবেক্ষক শুভেন্দু আধিকারী। বাঁকুড়া তৃণমূল ভবনে আজকের এই বৈঠকের পরে তিনি সাংবাদিকদের জানান, জেলার তিন পুরসভার উন্নয়নে গত পাঁচ বছরে কি,কি কাজ হয়েছে তার খতিয়ান পুর নাগরিকদের কাছে তুলে ধরতে জেলার বাঁকুড়া,বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন শহরে নাগরিক সম্মেলন আয়োজন করা হবে। পুর প্রধানরা তা তুলে ধরবেন। পাশাপাশি, উন্নয়নের খতিয়ান সম্বলিত পুস্তিকা ছেপেও বিলি করা হবে। এই সম্মেলন মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই সেরে ফেলতে হবে বলেও এদিন দলকে তিনি জানিয়ে দেন। এভাবেই পুরভোটের ওয়ার্মআপটা কার্যত সেরে ফেললেন এই পোড়খাওয়া তৃণমূল নেতা।তবে, জেলার তিন পুরসভার লড়াইয়ে নুতন মুখ কতজন আসার সম্ভাবনা? সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। এদিনের বৈঠকে জেলার পুর এলাকারপ্রতি ওয়ার্ডের প্রতি বুথ কমিটিকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন শুভেন্দু বাবু। এছাড়াও ত্রিস্তর পঞ্চায়েতের সাথে সংগঠনের কোথাও কোথাও সমন্বয়ের কিছুটা যে অভাব রয়েছে তা তিনি গোপন করেননি। আর এই সমস্যা মেটানোর জন্য আগামী মাসের ৩ তারিখ বাঁকুড়া জেলায় তৃণমূল পরিচালিত সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি,সহ-সভাপতি, জেলাপরিষদের সদস্যদের নিয়ে সাংগঠনিক নেতা এবং বিধায়কদের একটা সমন্বয় সভা আয়োজন করার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

#দেখুন 🎦 ভিডিও 👇।[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story