তালডাংরায় তৃণমূল পার্টি অফিসে হামলা,নেতাদের মারধর, অভিযুক্ত বিজেপি!
BY Bankura 24x72 July 2019 5:57 PM GMT

X
Bankura 24x72 July 2019 5:57 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার তালডাংরার বিবড়দায় তৃণমূল কংগ্রেসের খালগ্রাম অঞ্চলের দলীয় কার্য্যালয়ে ভাঙ্গচুর ও তৃণমূল নেতা এবং কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।সোমবার রাতে এই ঘটনায় এলাকা উতপ্ত হয়ে ওঠে। তৃণমূল অঞ্চল সভাপতি তাপস তুঙ সহ দুজন আহত হন। তাপস বাবু বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে বিজেপি অভিযোগ অস্বীকার করে, পালটা জানিয়েছেন, তৃণমূলের এক গোষ্ঠী সিপিএমের লোকজনদের সাথে নিয়ে এই হামলা চালিয়েছে। এদিকে, এই ঘটনার জেরে এলাকায় নুতন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story