শহর বাঁকুড়া

বিজেপির বনধের মোকাবিলায় পথে নামছে তৃণমূল। বনধ নিয়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা। বনধে জেলার স্বভাবিক ছন্দ বজায় রাখতে তৈরী প্রশাসন ।

বিজেপির বনধের মোকাবিলায় পথে নামছে তৃণমূল। বনধ নিয়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা। বনধে জেলার স্বভাবিক  ছন্দ বজায় রাখতে তৈরী প্রশাসন ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামী কালের বিজেপির বনধের মোকাবিলায় পথে নামছে তৃণমুল কংগ্রেস। জেলা জুড়ে এদিন বিজেপির বনধ ব্যর্থ করতে কার্যত কোমর বেঁধে তৈরী তৃণমূল কংগ্রেস। জেলার সাংগঠনিক ক্ষমতা জাহির করতে তৃণমূল কংগ্রেস টীম যে সকাল থেকেই ময়দানে নামছে তা সাফ জানিয়ে দিয়েছেন তৃণমুল জেলা সভাপতি অরুপ খাঁ।

সকাল থেকেই বিজেপির পাল্টা বনধ বিরোধী পিকেটিং করবে তৃণমূল। অন্যদিকে, বনধ সফল করতে রীতি মতো তৈরী জেলা বিজেপিও। তারাও মানুষের সমর্থনে বনধ সফল করতে সব ব্যবস্থা সেরে রেখেছেন বলে পাল্টা দাবী তুলেছেন।

এদিকে,জেলা পুলিশ ও প্রশাসন ও কাল জেলার জীবন যাত্রা স্বাভাবিক রাখতে সব রকম ব্যবস্থা রাখছে। জেলায় পর্যাপ্ত সরকারী বাস নামিয়ে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার পরিকল্পনা রাখা হয়েছে। পাশাপাশি, বেসরকারী যানবাহনও রাস্তা নামাবে বলে দাবী করা হয়েছে।

স্কুল,কলেজ,অফিস আদালত,ব্যাঙ্ক সহ সব অফিস খোলা থাকবে বলেও প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

তবে, বনধ নিয়ে যে কাল লড়াই হবে হাড্ডাহাড্ডি তা বলাই বাহুল্য।[embed]

Next Story