জঙ্গলমহলে শুভেচ্ছা বিনিময় সভার মাধ্যমে জন সংযোগ তৃণমূলের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গল মহলে এবার শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে জন সংযোগে নেমে নজর কাড়ল তৃণমূল কংগ্রেস। আজ রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিশ্চিন্তিপুর ফুটবল ময়দানে বিজয়া সম্মেলন ও বাঁধনা পরবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নামল মানুষের ঢল।
আজকের এই অনুষ্ঠান কে হাতিয়ার করে জঙ্গল মহলের রাইপুরের এই প্রত্যন্ত গ্রামে জন ভিত্তি ফের ফিরে পাওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা সফল হল তৃণমূল নেতৃত্ব তা বলাই বাহুল্য।আদিবাসী মানুষের জমায়েতে নাচে,গানে,মাদলের তালে চলল শুভেচ্ছা বিনিময়।
এই অনুষ্ঠানে পঞ্চায়েত ও জন স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা,রাইপুরের বিধায়ক বীরেন্দ্র নাথ টুডু,তৃণমূল ব্লক সভাপতি ধীরেন হেমব্রম, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুৃামার সিংহ,স্থানীয় যুব তৃণমূল নেতা বিদ্যুৎ মাহাত প্রমুখ উপস্থিত হয়ে বিজয়া ও বাঁধনার শুভেচ্ছা বিনিময় করেন।