জঙ্গলমহল খাতড়া

জঙ্গল মহল থেকে শুরু হল জেলা তৃণমূলের উন্নয়ন যাত্রা। জনসংযোগে শিশুকে কোলে তুলে, তার হাতে চকলেট ধরিয়ে দিলেন তৃণমূল জেলা সভাপতি অরুপ খাঁ। আপ্লুত আদিবাসীরা।

জঙ্গল মহল থেকে শুরু হল জেলা তৃণমূলের উন্নয়ন যাত্রা। জনসংযোগে  শিশুকে কোলে তুলে, তার হাতে চকলেট ধরিয়ে দিলেন তৃণমূল জেলা সভাপতি অরুপ খাঁ। আপ্লুত আদিবাসীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে জেলা তৃণমূল কংগ্রেস জেলার জঙ্গল মহল থেকে শুরু করল উন্নয়ন যাত্রা।

আজ জঙ্গল মহলের ঝিলিমিলির পড়াডি মোড় থেকে এই যাত্রা শুরু করে তা আকখুটা মোড়, কেচন্দা, সহ খাতড়ার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উন্নয়ন যাত্রার সংযোগ জন সভাও সারলেন। জেলা তৃণমূল সভাপতি অরুপ খাঁ, প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা আম জনতার কথা শোনেন।অরুপ খাঁ এক ছোট্ট বাচ্চাকে আদর করে কোলে তুলে নিয়ে, তার হাতে চকলেটও ধরিয়ে দেন।

তিনি বলেন, আমরা জন সংযোগের পাশাপাশি, মানুষের অভাব অভিযোগ শুনে, তা সমাধানের চেষ্টা চালাব।মানুষের সাথে থাকা ও পাশে থাকাকেই আমরা দলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করি।

এছাড়াও তিনি বলেন, জেলার ২২টি ব্লক,৩টি পুরসভা মিলিয়ে মোট ১৪০টি উন্নয়ন যাত্রার কর্মসূচী নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জেলার জঙ্গল মহলে এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তুলনামূলক ভালো ফল করায় তৃণমূল জেলা নেতৃত্বকে রাজ্য নেতৃত্বের কাছে কথা শুনতে হয়েছে। তাই জঙ্গল মহলে তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি, আম জনতার সাথে সংযোগ স্থাপন করাটাই বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে!

তাই জঙ্গল মহল থেকেই উন্নয়ন যাত্রা শুরু করে তৃণমূল নিজেদের পালে হাওয়া তুলতে চাইছে বলে জেলার রাজনৈতিক মহলের অভিমত।

এদিকে,আজ উন্নয়ন যাত্রার প্রাথম দিনে ভালো সাড়া মেলায় খানিকটা খুশী জেলার তৃণমূলের কর্তারা।

এরপরের উন্নয়ন যাত্রায় আরো বেশী,বেশী মানুষকে সামিল করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

আজ, এই উন্নয়ন যাত্রায় অন্যান্যদের মধ্যে জিলা পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় মূর্মু, সহ সভাপতি শুভাশীষ বটব্যাল, বিধায়ক স্বপন বাউরী,বিধায়ক জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান মহা প্রসাদ সেনগুপ্ত প্রমুখ অংশ নেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story