ফের ওন্দায় তৃণমূলে ভাঙ্গন! উপ প্রধান সহ ২ পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগদান।
BY Bankura 24x74 July 2019 12:39 PM IST

X
Bankura 24x74 July 2019 12:39 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,ওন্দা) : ওন্দায় ফের ভাঙন তৃনমুলে! এবার ওন্দা ব্লকের মেদনিপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ আরও দুই জন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন বিজেপিতে। ১৩ আসনের এই পঞ্চায়েতের ৩ জন বিজেপিতে যোগ দিলেও তৃণমূলের সংখ্যা গরিষ্ঠতায় কোনো প্রভাব পড়ছে না।
বুধবার উপ প্রধান মধুসূদন মন্ডল, সদস্য উজ্জ্বল কুমার দে,এবং সদস্যা শ্রীমতী সোনাই রায়ের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করালেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক অমরনাথ শাখা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]

Next Story




