জি,ঘাটিতে পথচারী ও পর্যটকদের মধ্যে কেক,মিষ্টি, চকলেট বিলি করে বড়োদিন পালন টিএমসিপির।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( তাপস সিংহ,গঙ্গাজলঘাটি) : ধর্ম যার,যার কিন্তু উৎসব সবার। এই বার্তা দিতেই বড়োদিন উৎযাপনে এক ব্যাতিক্রমী প্রয়াস নজরে পড়ল জেলার গঙ্গাজলঘাটিতে। এখানকার গোবিন্দ প্রসাদ সিংহ কলেজ মোড়ে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই ব্যাতিক্রমী বড়োদিন পালন করা হল। এদিন সকাল থেকেই পথচারীদের কেক,মিষ্টি ও চকলেট বিতরন করে প্রভু যীশুর প্রতি শ্রদ্ধা জানাল এই ছাত্র সংগঠনের সদস্যরা।পাশাপাশি, গাংদোয়া জলাধারে পিকনিক করতে যাওয়ার পথে পর্যটকদের হাতেও তুলে দেওয়া হল কেক ও মিষ্টি। এভাবেই বড়োদিনে সবার মধ্যে সর্ব ধর্ম সমন্বয়ের প্রচার ও আম জনতার সাথে জন সংযোগের মাধ্যমে হিসেবে বড়োদিন কে কাজে লাগাল রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। আর তাদের এই ব্যতিক্রমী বড়ো দিন উৎযাপনে অভিভূত পথচারী থেকে পর্যটকেরাও।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]