বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের দুবড়াকোনে বাঁশ বোঝাই ট্রাক্টর উল্টে জখম ২।
BY Bankura 24x724 Jan 2019 2:04 PM IST

X
Bankura 24x724 Jan 2019 2:04 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,রতনপুর): বাঁশ বোঝাই ট্রাক্টর উল্টে জখম হলেন দুইজন। জখম দুই জন ট্রাক্টরের চালক ও খালাসি বলে জানা গেছে। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ বাঁকুড়া - ঝাড়গ্রাম রাজ্য সড়কের দুবড়াকোনের কাছে ট্রাক্টরটি আচমকা উল্টে যায়। বহন ক্ষমতার অতিরিক্ত বাঁশ বোঝাই করার ফলেই ভারসাম্য হারিয়ে এই ট্রাক্টরটি উল্টে যায় বলে মনে করা হচ্ছে।
বাঁশ বোঝাই করে নুতন গ্রাম থেকে রতনপুর যাওয়ার পথে ট্রাক্টরটি দূর্ঘটনার কবলে পড়ে।খবর পেয়ে, ঘটনা স্থলে ছুটে আসে পুনিশোল ফাঁড়ির পুলিশ।আহতদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি রাজ্য সড়ক থেকে ট্রাক্টরটিকে হটিয়ে যান চলাচলে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে তারা।
#দেখুন ভিডিও।[embed]
Next Story