জঙ্গলমহল খাতড়া

তালডাংরার জয়পন্ডা নদীর ভাঙ্গা সেতু দিয়েই নিত্য যাতায়াত, সারানোর দাবীতে সরব বাসিন্দারা।

তালডাংরার জয়পন্ডা নদীর ভাঙ্গা সেতু দিয়েই নিত্য যাতায়াত, সারানোর দাবীতে সরব বাসিন্দারা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক, তালডাংরা) : জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা,জরাজীর্ণ সেতু দিয়েই নিত্য যাতায়াত হাজার,হাজার মানুষের! তালডাংরা ব্লকের জয়পণ্ডা নদীর ওপর সেতুটির দীর্ঘ দিন বেহাল দশা। তবুও সারানোর কোনো হেলদোল নেই প্রশাসনের। ফলে রতনপুর থেকে পাইকা,বিবড়দা,লক্ষ্মীসাগর, হাড়মাসড়া যাতায়াতের একমাত্র এই সেতু পথ দিয়েই চলছে নিত্য পারাপার। সেতুর রেলিং থেকে মূল পিলারের নানা জায়গায় বড়ো,বড়ো ফাটল রয়েছে। অবিলম্বে না সংস্কার না করলে ঘটে যেতে পারে বড়ো,সড়ো দূর্ঘটনা! তাই এই সেতু সংস্কারের দাবীতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-work-of-making-maps-is-going-to-prevent-land-grabbing-of-the-forest-department-said-ccf/img-20190623-wa0069/" rel="attachment wp-att-5737">

Next Story