জঙ্গলমহল খাতড়া

কুসংস্কার হটাতে, জঙ্গল মহলে আদিবাসী ভাষায় 'সচেতনতার প্রকল্প' হাতে নিয়েছে রাজ্য মহিলা কমিশন। বাঁকুড়ায় জানালেন, কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়।

কুসংস্কার হটাতে, জঙ্গল মহলে আদিবাসী ভাষায় সচেতনতার প্রকল্প হাতে নিয়েছে রাজ্য মহিলা কমিশন। বাঁকুড়ায় জানালেন, কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গল মহলের আদিবাসী সমাজে অনেকক্ষেত্রেই পারিবারিক হিংসার ঘটনা ঘটার নেপথ্যে থাকে নানা কুসংস্কার? বিশেষ করে ডাইনির মতো কুসংস্কারের প্রভাবে মৃত্যুর ঘটনা আকছার ঘটে আদিবাসী সমাজে। তার ওপর কাজের লোভ দেখিয়ে বা বিয়ের টোপ দিয়ে নারী পাচারের ঘটনাও ঘটছে।

এই সমস্যা থেকে আদিবাসী মহিলাদের সমাধানের দিশা দিতে,এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য মহিলা কমিশন। এই প্রকল্পের অনুমোদনও মিলেছে।

সেই মতো বাঁকুড়া,পুরুলিয়া,দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য আদিবাসীদের গ্রামে,গ্রামে সচেতনতার প্রচারে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এই প্রকল্পে,আদিবাসীদের ভাষায়,আদিবাসী সম্প্রদায়ের লোকজনই নানা সচেতনতার পাঠ দেবেন। যেন তারা, নিজেদের মাতৃভাষায় কুসংস্কারের কুপ্রভাব সহজে চিহ্ণিত করতে পারেন এবং তা প্রতিহত করারও উপায় বের করতে পারেন।

শ্রীঘ্রই এই প্রকল্পটি রাজ্যের জঙ্গলমহলে শুরুও হতে যাচ্ছে বলে জানিয়েছেন,রাজ্য মহিলা কমিশনে চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়।

তিনি, আজ বাঁকুড়া সফরে এসে, জেলা সংশোধনাগারের মহিলা সেল পরিদর্শন করেন।পরে দুপুরে মাইনরিটি ভবনে প্রশাসনিক কর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তাদের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক উমাশঙ্কর এস মহাশয়ও।

#দেখুন ভিডিও।[embed]

Next Story