Home > ব্রেকিং নিউজ > শিউলিবোনা মাতল খেরওয়াল তুর্কীর আনন্দে। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এই ছোট্ট গ্রামে উপচে পড়ল ভীড়।
শিউলিবোনা মাতল খেরওয়াল তুর্কীর আনন্দে। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এই ছোট্ট গ্রামে উপচে পড়ল ভীড়।
BY Bankura 24x71 Jan 2019 2:32 PM GMT

X
Bankura 24x71 Jan 2019 2:32 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিগত বছরের শেষ আর আগত বছরের শুরুর সন্ধিক্ষণে আদিবাসী সংস্কৃতির মেলবন্ধনের মেলা অর্থাৎ খেরওয়াল তুর্কী র আনন্দে মাতল শিউলীবোনা গ্রাম।
সময়িতা মঠের উদ্যোগে ৩১শে ডিসেম্বর ও ১লা জানুয়ারী এই দুই দিন ধরে
চলল এই মিলন মেলা। ধামসা মাদলের বোলে আদিবাসী গান,নাচে শুশুনিয়া পাহাড়ের কোলে শিউলীবোনা গ্রামে এই দুদিন উৎসবে মাতলেন গ্রামবাসীরা।পাশাপাশি,সেই আনন্দে সামিল হলেন দুর-দুরান্ত থেকে আগত মানুষজনও।
#দেখুন ভিডিও।[embed]
Next Story