Home > নজরে ভোট > তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা কে পা ধুয়িয়ে গ্রামে স্বাগত আদিবাসী মহিলাদের,ঘটনার জেরে উঠছে বিতর্ক! #দেখুন 🎦 ভিডিও।
তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা কে পা ধুয়িয়ে গ্রামে স্বাগত আদিবাসী মহিলাদের,ঘটনার জেরে উঠছে বিতর্ক! #দেখুন 🎦 ভিডিও।
BY Bankura 24x723 April 2019 10:12 PM IST
X
Bankura 24x723 April 2019 10:12 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোতুলপুরের তাজপুর আদিবাসী পাড়ায় ভোট প্রচারে গিয়ে আদিবাসী মহিলারা বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার পা ধুয়িয়ে আদিবাসী পরম্পরা মেনে গ্রামে স্বাগত জানালেন। এদিন তাজপুর,দেশড়া-কোয়ালা পাড়ায় ভোট প্রচার সারেন শ্যামল বাবু।গ্রামে পা রাখা মাত্র শাঁখ বাজিয়ে, উলুধ্বনির মধ্য দিয়ে প্রার্থী কে বরণ করেন গ্রামের মহিলারা। আদিবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদল বাজিয়ে এদিন তাদের মনও জয় করেন তিনি। যদিও পা ধুয়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় বিতর্কও ওঠে বলে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story