বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের।#দেখুন 🎦ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,সিমলাপাল) : বাংলায় সিন্ডিকেট রাজ, মস্তানিরাজের পাশাপাশি চলছে ভাতিজা রাজ! বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সিমলাপালের লাল মায়দানে নির্বাচনী জনসভায় এই ভাষাতেই বাংলার মা,মাটি মানুষের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিনই তার বিষ্ণুপুরে রাজনৈতিক সভা প্রশাসনিক অনুমতি না মেলায় বাতিল করতে হয়। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অতিথি দেবতার সমান অথচ বাংলার মুখ্যমন্ত্রী আর এক অতিথি মুখ্যমন্ত্রী কে এই রাজ্যে ভাষন দিতে বাধা দিচ্ছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মা তার নাম মমতা রাখলেও সেই নামের মর্যাদা রক্ষা না করে, নিজের নির্দয়তার পরিচয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও কটাক্ষ করেন বিপ্লব বাবু। এদিনের সভায় বিজেপি পুরো মাঠ ভরাতে পারেনি। মঞ্চের পাশে সাজানো চেয়ারও ছিল ফাঁকা। তবে পুরুলিয়ার থেকে এখানে জমায়েত সামান্য কিছু বেশী হওয়ায় খানিকটা সম্মান রক্ষা হয়েছে জেলার কর্মকর্তাদের। এই মঞ্চ থেকে একুশে তৃনমুল কে বাংলা থেকে হটানোরো হুঁশিয়ারি দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপির তরুণ তুর্কী বিপ্লব দেব।
#দেখুন 🎦 ভিডিও।👇[embed]