তুষু ভাসান আর মকর মেলার পরবকে কেন্দ্র করে পরেশনাথে লাখো মানুষের ঢল।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ মকর সংক্রান্তির মেলা ও তুষু ভাসান কে কেন্দ্র করে পরেশনাথ পাহাড়ে লাখো মানুষের ঢল। জঙ্গলমহলের খতাড়া মহকুমার মুকুটমনিপুরের কংসাবতী জলাধারের পাশে এই পাহাড়ে আজকে বাউল,তুষু, ঝুমুরের মতো নানা লোকগান এবং লোক নৃত্যের পসরা নিয়ে শিল্পীরা হাজির ছিলেন। সেই সাথে ছিল মেলাকে ঘিরে নানা বেচা-কেনার মেলা আয়োজন। দুপুর গড়িয়ে বেলা নামার সাথে,সাথে নানা গ্রাম থেকে বাজনা,মাইক নিয়ে তুষুগান গেয়ে তুষু মাথায় নিয়ে বিসর্জনের শোভাযাত্রা ছিল নজরকাড়া। বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে এলেও তুষু ভাসানে এদিন কোনো বিরাম ছিল না। ছড়া কেটে,তুষু গান গেয়ে উদ্যাম নাচের পর্ব মিটলে তবেই শুরু হয় তুষূ বিসর্জন পরব। এদিন, মুকুটমনিপুরে বেড়াতে আসা পর্যটকরাও এই তুষু ভাসানের আনন্দে মাতেন। গ্রাম বাংলার শস্য কেন্দ্রিক উৎসব গুলির মধ্যে তুষু পরব অন্যতম। তাই এদিন পরেশনাথের পরবেও গ্রামের প্রান্তিক মানুষজনের ভীড় ছিল চোখে পড়ার মতো। গ্রামে,গঞ্জে স্মার্ট ফোনের চল বাড়লেও এখনও তুষু ভাসানের মতো গ্রামীণ পরবে এই তুষু গান ও নাচের বিনোদনে কোনো ভাটা পড়েনি! উল্টে নুতন প্রজন্মও এদিন তুষু গানের তালে কোমর দুলিয়ে মস্তি করেছে পুরোদমে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]