জঙ্গলমহল খাতড়া

পরকুল থেকে পরেশনাথ 'মেলা' লোকের সমাগম তুষু ভাসান পরবে।

পরকুল থেকে পরেশনাথ মেলা লোকের সমাগম তুষু ভাসান পরবে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ মকর সংক্রান্তি। রাঢ় বাংলার লোক দেবী 'তুষু'-ভাসান কে কেন্দ্র করে, আজ মহা পরবে মতোয়ারা গ্রাম বাঁকুড়া!

জেলার জঙ্গল মহলের গ্রামে,গ্রামে আজ এই উৎসবে মাতলেন সকলেই।

পরকুল থেকে পরেশনাথ পাহাড় জুড়ে তুষু ভাসান কে কেন্দ্র করে হাজার,হাজার পূণ্যার্থীর ভীড় উপচে পড়ল।

এদিন, ভোরে পরকুলে তুষু ভাসানের ধুম পড়ে যায়,আবার মুকিটমনিপুরের পরেশনাথ পাহাড়ে তুষু ভাসানের ধুম ছিল বিকেল থেকে সন্ধ্যাে পর্যন্ত।

তুষুকে নিয়ে ধামসা,মাদল,বেঞ্জো বাজিয়ে আদিবাসী রমনীদের প্রাণ খোলা নাচে-গানে শোভাযাত্রার মাধ্যমে তুষু উৎসবের যবনিকা পড়ল ভাসানের মধ্যদিয়ে।

কাঁসাই,কুমারী, শিলাবতী নদীর কুল ও মুকুটমণিপুর জলাধারের বিস্তীর্ণ কূল কার্যত, আজ মহা উৎসবের আকার নিল।

জঙ্গল মহলের পাশাপাশি,জেলার অন্যন্য গ্রাম গুলিতেও নদী ও বড়ো দিঘী এবং পুকুরের ছিল তুষু ভাসানের ভীড়।মল্লভুম বিষ্ণুপুর জুড়েও ছিল তুষু পরবের রেশ।সবে মিলে, আজ জেলা বাঁকুড়া মেতেছিল তুষু পরবের আনন্দে!আর ছিল পৌষের নলেন গুড় আর পিঠে দিয়ে রসনা তৃপ্তির উৎসব 'পিঠে পরব'।

Next Story