ব্রেকিং নিউজ

ছাতনা ব্লক থেকে ১২ জন কোভিড আক্রান্ত বাক্তিকে মাঝরাতে পাঠানো হল হাসপাতালে। দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।

ছাতনা ব্লক থেকে ১২ জন কোভিড আক্রান্ত বাক্তিকে  মাঝরাতে পাঠানো হল হাসপাতালে। দেখুন  🎦 ভিডিও প্রতিবেদন।
X

COVID BREAKING : জেলায় ছাতনা ব্লকে এবার এক লপ্তে ১২ জন ব্যক্তির কোভিড পজেটিভ ধরা পড়ল। এই আক্রন্ত ব্যক্তিদের সিংহ ভাগ পরিযায়ী শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। এদের মঙ্গলবার ভোর রাতেই জেলার পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর মিলে তাদের জেলার পাশাপাশি দূর্গাপুরের একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। এর পর থেকেই পুরো ছাতনা ব্লক জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে ২১ মে এদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। এর পর ফল মিলতেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। মঙ্গলবার মাঝরাত থেকে বুধবার ভোরেই কনভয় করে এ-ই আক্রান্তদের গ্রাম থেকে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের নিবিড় সংস্পর্শে কারা,কারা এসেছেন তাদের তালিকা তৈরীর কাজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story