তলিয়ে যাওয়ার কুড়ি ঘন্টা পর ডুবুরির চেষ্টায় খাদান থেকে উদ্ধার কিশোরের মৃতদেহ।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বন্ধুদের সাথে স্নান করতে নেমে পরিত্যক্ত পাথর খাদানে তলিয়ে গিয়েছিল বছর বারোর কিশোর সঞ্জিত হাঁসদা। গতকাল দুপুরের ঘটনা ঘটলেও তলিয়ে যাওয়ার প্রায় কুড়ি ঘন্টা পর ডুবুরিরা নেমে তল্লাশির চালয়ে সঞ্জিতের নিথর দেহ উদ্ধার করে আজ। এই ঘটনায় শোকের ছায়া শালতোড়ার মুরলু গ্রামের তেঁতুলপাড়ায়। গতকাল চার বন্ধু মিলে স্নান করতে গিয়ে আচমকা প্রায় ফুট চল্লিশ গভীর খাদানে তলিয়ে যায় সে। সঙ্গীরা এই ঘটনা গ্রামে জানালে স্থানীয়রা খাদানে দেহ উদ্ধারে নেমেও ব্যর্থ হয়। এর পর দমকল,সিভিল ডিফেন্স চেষ্টা চালিয়েও বিফল হয়। অবশেষে, আজ ছয় জনের ডুবুরি দল খাদানের গভীরে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করে। শালতোড়া থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]