কুয়াশায় টের না পেয়ে গাছে ধাক্কা সওয়ারী গাড়ীর, শহরের ব্যবসায়ী মুকেশ খান্ডেলওয়াল ও চালক সহ মৃত ২, আহত আরও ১।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (তাপস সিনহা,গঙ্গাজলঘাটি) : কুয়াশার বলি দুই! জেলার গঙ্গাজলঘাটি থানা এলাকার দূর্লভপুরের ঘটকগ্রামে ঘন কুয়াশায় টের না পেয়ে জাতীয় সড়কের ধারে একটি গাছে ধাক্কা মারায় সুইফট ডিজায়ার গাড়ীর চালক সহ দুইজনের মৃত্যু হল। আহত আরও এক যাত্রী। বাঁকুড়া শহরের নুতনগঞ্জ লাগোয়া নিত্যানন্দ আশ্রম রোড়ের বাসিন্দা ব্যবসায়ী মুকেশ খান্ডেলওয়াল তার এক আত্মীয়কে সাথে নিয়ে আজ ভোরে অণ্ডাল এয়ারপোর্ট থেকে বাড়ী ফিরছিলেন। বাড়ী ফেরার পথেই তাদের সওয়ারী গাড়ীটি দূর্ঘটনার কবলে পড়ে। ঘন কুয়াশায় টের না পাওয়ায় রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে গাড়ীটি। গঙ্গাজলঘাটি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিন জনকে অমরকানন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গাড়ীর চালক সঞ্জীব দত্ত(৪৪) ও মুকেশ খান্ডেলওয়াল(৫৫) এই দুইজন কে মৃত বলে ঘোষণা করেন। আর একজন কে গুরুতর আহত অবস্থায় দূর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। এদিকে এই দুই জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শহর জুড়ে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]