উড়িষ্যায় পথ দূর্ঘটনায় মৃত্যু বিষ্ণুপুরের একই পরিবারের দুই জনের, আহত আরোও চার।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কটকের এক হাসপাতালে পায়ে আঘাত নিয়ে ভর্তি থাকা ভাই সেরে ওঠার পর, বাড়ীতে ফিরিয়ে আনতে যাওয়ার পথে, মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই। গুরুতর আহত এম্বুল্যান্সের চালক সহ আরো ৪ জন। জানা গেছে, সোমবার কাকভোরে উড়িষ্যার জলেশ্বর এলাকার লক্ষণনাথ টোল গেটের কাছে একটি লরির সাথে এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। মাথায় অক্সিজেন সিলিন্ডারে চোট পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সেখ আইনাল (৩৬)।আর এক ভাই বদরুদ্দোজা (৪৬) বালেশ্বর হাসপাতালে মারা যান। রবিবার রাতে বিষ্ণুপুর থেকে রওনা দেওয়া ওই এম্বুলেন্সটিতে চড়ে আরও ৩ জন চিকিৎসা করাতে কটক যাচ্ছিলেন। চালক সহ চার জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে, এই দুই ভাইয়ের মৃত্যু ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিষ্ণুপুরের বেলিয়াড়া গ্রামে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]





