ব্রেকিং নিউজ

বেলিয়াতোড়ে দুই এসবিএসটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ, বরাত জোরে বাঁচলেন যাত্রীরা!

বেলিয়াতোড়ে দুই এসবিএসটিসি  বাসের মুখোমুখি সংঘর্ষ, বরাত জোরে বাঁচলেন যাত্রীরা!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দুটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলেও বরাত জোরে বেঁচে গেছেন যাত্রীরা। একটি বাসের সামনের অংশ দুমড়েও যায় সংঘ্রর্ষের তীব্রতায়। তবে বড়ো সড়ো দূর্ঘটনা এড়ানো গেছে। সংঘর্ষের জেরে জনা সাতেক যাত্রী অল্প বিস্তর জখম হয়েছেন। তাদের বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। বাস দুটিকে আটক করেছে বেলিয়াতোড় থানার পুলিশ। আজ দুপুরে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের জামবেদিয়া ও বাঁধকানার মাঝে বহড়াখুল্ল্যা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story