ব্রেকিং নিউজ

ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতির খবর পেয়ে, ছেলের অন্নপ্রাশনে, রক্তদান শিবিরের আয়োজন বাবার।

ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতির খবর পেয়ে, ছেলের অন্নপ্রাশনে, রক্তদান শিবিরের আয়োজন বাবার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ছয় মাসের প্রাণতনু হয়তো রক্ত দানের মানে জানেনা! কিন্তু তার অন্নপ্রাশন উপলক্ষ্যে স্বেচ্ছায় দান করা রক্ত অনেকের নুতন প্রাণ ফিরিয়ে দেবে। এমনকি তার মতো কচিকাঁচা থ্যালেসেমিয়ায় আক্রান্ত অনেক শিশুর প্রাণ বাঁচাবে এই দান করা রক্ত।

একদিকে দাবদাহ,অন্যদিকে লোকসভা ভোটের জেরে মাস খানেক ধরে জেলার ব্লাড ব্যঙ্ক গুলোতে রক্তের ঘাটতি চলছিল। আজ নাকি, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত শূণ্য হয়ে পড়ে। তাই, ব্লাড ব্যাঙ্ক থেকে বাঁকুড়া ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন কে কম করে ১০ ইউনিট রক্ত দানের ব্যবস্থা করার অনুরোধ করা হয়। সেই খবর যায় বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্মী প্রাণেশ মন্ডলের কাছে।প্রথমে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। কারণ,আজকেই ছেলের অন্নপ্রাশন। খবর যখন পান তখন সবে সকাল সাতটা। তখনই ঠিক করে ফেলেন অন্নপ্রাশনে আমন্ত্রিতদের রক্ত দানের অনুরোধ করবেন। আর অতি পরিচিত ও নিকট আত্মীয়দের জনা ১২ কে বিষয়টি জানাতেই, তারা সম্মতিও দেন। সাথে সাথে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহের ব্যবস্থার আনুরোধ জানান তিনি। ছাতনার সুপর স্পেশালিটি হাসপাতাল থেকে স্বাস্থ্য কর্মীরা এসে রক্ত সংগ্রহ করেন। এই শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৩০ জন রক্ত দান করেন। আবার এই ৯ জন মহিলা জীবনে আজ প্রথম রক্ত দিলেন। প্রাণেশ বাবুর বাবা পরেশনাথ বাবু বলেন, প্রথমে ছেলের এই আয়োজন নিয়ে সংশয় ছিল।এখন তা সফল হওয়ায় আমি খুশী। আর বড়জোড় প্রত্যন্ত গ্রাম কমলার গ্রামবাসীরা এভাবে রক্তদানে এগিয়ে আসায় শহরে বাবুদের যে অন্য বার্তা দিলেন তা বলাই বাহুল্য। সম্প্রতি জেলার রক্ত সঙ্কট মেটাতে লোকসভা ভোটে জেতার পর দিনই বিজেপির বিজয়ী প্রার্থী ডাঃ সুভাষ সরকার তার অনুগামীদের নিয়ে রক্তদান করে সকল কে রক্ত দানের আহ্বান জানিয়েছিলেন। এবার, প্রাণতনুর অন্নপ্রাশনে রক্তদানে এগিয়ে এসে, কমলা গ্রামের বাসিন্দারা আরও একবার রক্তদান আন্দোলনে নুতন মাত্রা যোগ করলেন।

Next Story