জঙ্গলমহল খাতড়া

করোনা ঠেকাতে অভিনব উদ্যোগ, বহিরাগত এড়াতে বাঁশের বেড়া গ্রামজুড়ে।

করোনা ঠেকাতে অভিনব উদ্যোগ, বহিরাগত এড়াতে বাঁশের বেড়া গ্রামজুড়ে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহর এলাকায় লক ডাউন উপেক্ষা করে যখন বাইরে বের হওয়ার হিড়িক ঠেকাতে পুলিশ কে লাঠি ধরতে হচ্ছে, তখন সিমলাপালের পুখুরিয়া গ্রামর মানুষ করোনা ঠেকাতে পুরো গ্রাম জুড়ে ভিলেজ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিলেন। নিজেদের গ্রামে বহিরাগত দের প্রবেশ বন্ধ ও গ্রামের মানুষের বাইরে বের হওয়া বন্ধ করতে, গ্রামের সব কটি প্রবেশ পথ বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেললেন এদিন। এই ভিলেজ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত গ্রামে নোটিশ দিয়ে জানিয়েও দিল গ্রাম ষোলোআনা কমিটি। সিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রামে প্রায় হাজার দুয়েক মানুষের বসবাস। ইতিমধ্যেই প্রবাসী গ্রামবাসীদের মেডিকেল পরীক্ষা করিয়ে, গ্রামে ঢোকার ফতোয়া ঢ্যাঁড়রা পিটিয়ে প্রচার করে,সবার নজর কেড়েছিল এই গ্রাম। এবং প্রবাসীরা সেই ফতোয়া মেনে মেডিকেল চেক আপের পর গ্রামে ঢুকতে পেরেছিলেন।এমনকী, গ্রাম ষোলোআনার অনুশাসনে তারা প্রত্যেকেই এখন হোম আইসোলেশনে র‍য়েছেন। এবার বাইরে থেকে কোন ফেরিওয়ালা বা বিক্রেতা বা অন্য কেও গ্রামে ঢুকে, যেন করোনার বীজ না ছড়াতে পারে, তার জন্যই গ্রামে ঢোকার সবকটি রাস্তার মোড় বাঁশের বেড়ায় মুড়ে ফেলা হল গ্রাম জুড়ে। ফলে গ্রামের কেও যেমন বাইরে বের হতে পারবে না,তেমনি বাইরের কেও গ্রামে ঢুকতে পারবে না। এইভাবে বাঁশের বেড়ায় গ্রামে সুরক্ষা বলয় গড়ে নজীর গড়ল জঙ্গলমহলের এই গ্রাম। আজ থেকে আপাতত ৩১ তারিখ পর্যন্ত এই নিয়ম বলবৎ রাখছে গ্রাম ষোলোআনা। তারপর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।

পুখুরিয়ার গ্রামবাসীদের এই উদ্যোগ থেকে এবার শিক্ষা নেওয়ার পালা শহুরে বাবুদের। সেই আবেদনটা রইল শহরের সবার কাছে। একটু সতর্ক হউন,ঘরে থাকুন,নিজে বাঁচুন,ঘরের বাকীদেরও বাঁচান।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/violated-the-corona-warning-thousands-people-line-at-bankura-head-post-office-for-adhar-card-service/sketch-1584526847018_1200x600/" rel="attachment wp-att-8449">

Next Story