ব্রেকিং নিউজ

বামীরাতে আজও হ্যাজেকের আলোয় চলে জগদ্ধাত্রী আরাধনা ! শ্যামনগরে আবার, জগদ্ধাত্রী পূজোয় রয়েছে কুমারী পূজোর চল ! #দেখুন ভিডিও।

বামীরাতে আজও হ্যাজেকের আলোয় চলে জগদ্ধাত্রী আরাধনা ! শ্যামনগরে আবার, জগদ্ধাত্রী পূজোয় রয়েছে কুমারী পূজোর চল ! #দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় বারোয়ারী জগদ্ধাত্রী পূজোর খুব একটা চল না থাকলেও পারিবারিক জগদ্ধাত্রী পূজো বহু বছর ধরে নিষ্ঠা ও পরম্পরা মেনে অনুষ্ঠিত হয়ে আসছে। কোথাও রয়েছে পূজোতে বিজলী বাতি জ্বালানোয় দেবীর নিষেধাজ্ঞা তো কোথাও রয়েছে কুমারী পূজোর চল।

চন্দননগরে জগদ্ধাত্রী পূজোয় হরেক রকম বিজলী বাতির আলোক সজ্জাই যখন মুল আকর্ষণ তখন বাঁকুড়ার পাত্রসায়রের বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রাচীন পুজোয় আজও ব্যবহার করা হয় হ্যাজেকের আলো। বিজলী বতি জ্বালালে দেবী নাকি রুষ্ট হন।বর্তমানে আয়োযোক পরিবারের সদস্য অরুপ বন্দ্যোপাধ্যায় জানালেন একবার সত্তরের দশকে বিজলীবাতি জ্বালালে অঘটন ঘটে। তার পর আর বিজলী বাতি জ্বালানোর চেষ্টা আমরা করিনা। পরম্পরা মেনে তাই হ্যাজেকের আলোয় এখানে পূজিতা হন দেবী।

অন্যদিকে, জয়পুরের শ্যামনগরে চন্দননগর থেকে এসে বন্দ্যোপাধ্যায় পরিবারের পূর্ব পুরুষেরা আজ থেকে প্রায় চারশো বছর আগে জগদ্ধাত্রী পূজোর প্রচলন করেন।সেই থেকে আজও চলে আসছে দেবীর আরাধনা।

পরিবারের সদস্য রঞ্জিত বন্দ্যোপাধ্যায় জানান,এই পূজোর মূল আকর্ষণ কুমারী পূজো এবং দরিদ্র নারায়নকে অন্নদান অর্থাৎ নরনারায়ন সেবা।তা বর্তমান প্রজন্মও পরম্পরা মেনে টিকিয়ে রেখেছেন আজও।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story