ব্রেকিং নিউজ

কেঞ্জাকুড়ায় "মুড়ি পরবে"-র মহা মিলনে মাতলেন হাজারো মানুষ!

কেঞ্জাকুড়ায় মুড়ি পরবে-র মহা মিলনে মাতলেন হাজারো মানুষ!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : 'মুড়ি'-ই এখানে ঘটায় মানুষের মহা মিলন! সের্ফ এক সাথে মুড়ি খাওয়ার জন্যই ভীড় জমান হাজার,হাজার মানুষ! ফি বছর বাঁকুড়ার কেঞ্জাকুড়ার সঞ্জীবনী মাতার মন্দিরের সংলগ্ন দ্বারকেশ্বর নদের চরে ৪ঠা মাঘ বসে "মুড়ি মেলা"।

বা্ঁকুড়ার লোক ভাষায় যা 'মুড়ি পরব'-নামে বেশী পরিচিত।

সকাল থেকেই আসপাশের প্রায় গোটা ত্রিশেক গ্রাম ছাড়া শহর বাঁকুড়া, এমন কি অন্যান্য জেলার পাশাপাশি,বিহার,ঝাড়খন্ড,ওড়িশা থেকে আত্মীয় স্বজন,বন্ধু,বান্ধবদের নিয়ে প্রচুর মানুষ সামিল হন এই মুড়ি মেলায়।

চপ,বেগুনি,চানাচুর,সিঙ্গাড়া,পেঁয়াজ,কাঁচালঙ্কা,টম্যাটো,

ধনেপাতা সহ হরেক উপাদেয় উপকরন দিয়ে মাখা হয় মুড়ি,আর দ্বারকেশ্বর নদের চরের নরম বালি আঙ্গুল দিয়ে খুঁড়ে মেলে মিঠা জল। এই জল সংগ্রহের ছোটো তৈরীকরা গর্তকে স্থানীয় ভাষা বলে চু্য়া। এই চুয়ার জলে মুড়ি ভিজিয়ে খাওয়ার রীতি চলে আসছে প্রায় ১৫০ বছর ধরে।

বাবা,ঠাকুরদার এই রীতি মেনেই আজও নুতন প্রজন্মের ছেলে,মেয়েরাও এই মেলায় মিলিত হয়।তবে, এদের হাত ধরে এই মুড়ি মেলা অন্যমাত্রা পেয়েছে।মাস খানেক আগে থেকেই সোস্যাল মিডিয়াতে ইভেন্ট এলার্ট দিয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে এবার। ফেস বুকের নানা পেজে,পেজেও চলেছে প্রচার।তার ওপর মেলার দিন সেলফি তোলা তো আছেই,পাশাপাশি ইভেন্ট লাইভও চলছে পুরো দমে! সবে মিলে,মুড়ি পরব আর বাঁকুড়ায় সীমাবদ্ধ নেই! জেন -এক্স এর হাত ধরে এই মুড়ি পরবেরও গ্লোবালাইজেশন শুরু হয়ে গেছে!

টিন এজ যুবক,যুবতীরাও এই অভিনব মুড়ি মেলাতে 'মেলা '-ভীড় জমাচ্ছে,আর চুটিয়ে উপভোগ করছে এই মেলার আনন্দ।রাশি,রাশি মুড়ি আর হাজার হাজার লোকের ভীড়ে মুড়ি পরব কার্যত হয়ে উঠেছে সর্বজনীন!

মুড়িই এখানে সব বাধা দূরে ফেলে, মিলিয়ে দিয়েছে আম জনতাকে। তাই মেলা শেষেও লোকের মুখে,মুখে ফিরছে এই মুড়ি পরবের মহিমা।

#দেখুন ভিডিও।[embed]

Next Story