ব্রেকিং নিউজ

লালবাঁধে টানা ২০১৯টি ডুব দিয়ে অভিনব বর্ষবরণ বিষ্ণুপুরের সদানন্দের। ২০২০ তে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলতে চান সদানন্দ।

লালবাঁধে টানা ২০১৯টি ডুব দিয়ে অভিনব বর্ষবরণ বিষ্ণুপুরের সদানন্দের। ২০২০ তে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলতে চান সদানন্দ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে,বিষ্ণুপুর) : - এ এক অভিনব বর্ষবরণ! কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে, পুকুরে একটানা ২০১৯ টি ডুব দিয়ে বর্ষবরণের আনন্দে মাতলেন বিষ্ণুপুরের সদানন্দ!

বিষ্ণুপুরের লালবাঁধে একই ভাবে ডুব দেওয়ার রীতি এবার তিন বছরে পড়ল সদানন্দ দত্তের। আজ, তার এই অভিনব বর্ষবরণে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের পুর প্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। লালবাঁধের পাড়ে এই দূর্লভ ঘটনার সাক্ষী থাকতে ভীড় জমান কয়েক হাজার মানুষ। তারা, সদানন্দের ডুব গুনতে,গুনতে ৪৮ মিনিটের মাথায় টের পান সদানন্দ তার কাঙ্খিত ২০১৯ টি ডুব দিয়ে, বর্ষবরণ সেরে ফেলেছেন।সাথে,সাথে করতালিতে তাকে ভরিয়ে দেন উপস্থিত জনতা। তিন,তিনটি বাছর এমন অভিনব কায়দায় ডুব দিয়ে বর্ষবরণ করলেও, সেই খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না পৌছানোর জন্য, আজও আক্ষেপ রয়েগেছে সদানন্দের!

তার ইচ্ছে, আসছে বছর ২০২০টি ডুব দিয়ে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলবেন সদানন্দ।

সেজন্য, তিনি আবেদনও করবেন বলে জানান।

তার এই ইচ্ছে পূরণে যাবতীয় সাহায্যের আশ্বাসও দিয়েছেন বিষ্ণুপুরের পুর প্রধান, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর, সাথে থাকবেন বিষ্ণুপুরের আম জনতাও।এখন দেখার, শেষ অবধি সদানন্দ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলতে পারেন কিনা? তার জন্য অবশ্য আর একটা বছর অপেক্ষা করতেই হবে!

#দেখুন ভিডিও।[embed]

Next Story