ব্রেকিং নিউজ

বহুমূল্যের যন্ত্রের বদলে বিকল্প কমদামী যন্ত্র ব্যবহার করে পিত্তনালী থেকে পাথর বের করে নজির গড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ।এবার থেকে বিনামূল্য এই অপারেশন করাতে পারবেন রোগীরা।

বহুমূল্যের যন্ত্রের বদলে বিকল্প কমদামী যন্ত্র ব্যবহার করে পিত্তনালী থেকে পাথর বের করে নজির গড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ।এবার থেকে বিনামূল্য এই অপারেশন করাতে পারবেন রোগীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ইচ্ছে থাকলে উপকরনের অভাবকে উপেক্ষা করেও যে আন্তর্জাতিক মানের বড়ো অপারেশন করে রোগীকে বাঁচানো যায় তা,আর একবার প্রমাণ করে দেখালেন বাঁকুড়া সম্মম্মিলনী মেডিকেল কলেজের শল্য চিকিৎসা বিভাগের প্রধান ডাঃ উৎপল দে।

বহু মূল্যের কোলেডোকোস্কোপ মেশিনের বিকল্প হিসেবে অপেক্ষাকৃত কম দামী যন্ত্র যা, রোগীর অজ্ঞান করা ও ইএনটির চিকিৎসায় ব্যবহৃত হয়, সেই ব্রঙ্কোস্কোপ যন্ত্র দিয়ে রোগীর পিত্তনালী থেকে পাথর বের করে সাফল্য মিলল।

এই নজিরবিহীন অপারেশনে ইতিমধ্যেই চার জন রোগীকে সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছেন।

এই অপারেশনের কারিগর ডাঃ উৎপল দে জানান,আমরা বিকল্প যন্ত্র কাজে লাগিয়ে ব্যায়বহুল অপারেশন কীকরে সরকারি হাসপাতালে বিনামূল্যে করতে পারি তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি।সেই সূত্রেই ল্যাপ্যারোস্কোপ ও ফাইবার অপটিক্যাল ব্রঙ্কোস্কোপ ব্যবহার করে পিত্তনালী থেকে পাথর বের করার অপারেশন করি।যা,বেসরকারী বড়ো নার্সিংহোম ও হাসপাতালে করতে হলে এখন মোটা টাকার প্যাকেজ ধরিয়ে দেওয়া হয়।এবার থেকে যা বিনামূল্যে করাতে পারবেন রোগীরা।

এই অভিনব অপারেশনের নামকরন করা হয়েছে 'ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি কোলেডোকো লিথোটমি'।সম্প্রতি দূর্গাপুরের বাসিন্দা ছায়া অঙ্কুরের।পিত্তনালী থেকে বেরিয়েছে ৩টি পাথর।তিনি অপারেশনের পর সুস্থই আছেন।দক্ষিণ বঙ্গের কোনে হাসপাতালে এই প্রথম এমন অপারেশনে সফলতা মেলায় এবার থেকে বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে, যা গরীব রোগীদের ক্ষেত্রে জিয়ন কাঠির সামিল।

Next Story