জঙ্গলমহল খাতড়া

মকরের আগে নগদে সহায়ক মূল্যে ধান কেনার দাবীতে, রাস্তায় ধান ছড়িয়ে অবরোধ -বিক্ষোভ হাতিরামপুরে।

মকরের আগে নগদে সহায়ক মূল্যে ধান কেনার দাবীতে, রাস্তায় ধান ছড়িয়ে অবরোধ -বিক্ষোভ হাতিরামপুরে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মকরের আগে নগদ টাকায় প্রতি গ্রাম পঞ্চায়েতে শিবির করে ধান কেনার দাবীতে রাস্তায় ধান ফেলে বিক্ষোভ দেখাল সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠন। জেলার হাতিরামপুর মোড়ে এদিন ধান রাস্তায় ছড়িয়ে পথ অবরোধ করেন সংগঠনের সদস্যরা। হীড়বাঁধ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টার মধ্যেই অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই আধ ঘন্টা ব্যহত হয় বাঁকুড়া-খাতড়া রুটে যান চলাচল।

মকর পরব রাঢ় বাংলার প্রান্তিক চাষীদের কাছে অন্যতম বড়ো পরব।তার ওপর পিঠে তৈরীর খরচ-খরচা আছে।তাই সবারই এই সময় নগদ টাকার প্রয়োজন।এই সময় সরকার সহায়ক মূল্যে নগদে ধান কেনার ব্যবস্থা না করলে, বাধ্য হয়ে চাষীরা কম ম্যূল্যে ফড়েদের ধান বিক্রী করতে বাধ্য হবে।এই অবস্থায় মকর আসতে আর হাতে গোনা কটা দিন রয়েছে। তার আগে সরকারী স্তরে নগদে ধান কেনার ব্যবস্থা করা যে সম্ভবপর নয় এমন ইঙ্গিত দিয়েছেন খাদ্য দপ্তরের এক আধিকারিক।ফলে মকরকে সামনে রেখে স্বভাবতই ফড়েদের পৌষ মাস চাষীদের যে সর্বনাশ ডেকে আনবে তা বলাই বাহুল্য।

Next Story