Home > ব্রেকিং নিউজ > এই গ্রামে দেবী সরস্বতীর সাথে আসেন লক্ষী,গণেশ, কার্তিকও #দেখুন রতনপুরের এই অভিনব বাগ দেবীর আরাধনার ভিডিও।
এই গ্রামে দেবী সরস্বতীর সাথে আসেন লক্ষী,গণেশ, কার্তিকও #দেখুন রতনপুরের এই অভিনব বাগ দেবীর আরাধনার ভিডিও।
BY Bankura 24x710 Feb 2019 7:25 AM GMT

X
Bankura 24x710 Feb 2019 7:25 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,রতনপুর) : এই গ্রামে শ্রী পঞ্চমীতে শুধু সরস্বতী নয়, তাঁর সাথে আসেন লক্ষী,গনেশ,কার্তিক এবং দেবী ভগবতী । দুর্গা প্রতিমার আদলে তৈরী হয় একচালা প্রতিমা।দেবী সরস্বতী বিরাজ করেন মাঝে,আর একপাশে লক্ষী ও ভগবতী আর অন্যপাশে গনেশ,কার্তিক বিরাজমান।কথিত আছে, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে জেলার ওন্দায় ব্লকের রতনপুরের দুই পাড়া: দাস পাড়া ও বিশ্বাস পাড়ায় পুর্বপুরুষেরা গ্রামে দূর্গাপুজোর চল না থাকায়,দুর্গাপুজোর বিকল্প হিসেবে এই অভিনব সরস্বতী পুজোর আয়োজন করেন।
দশ দিন ধরে গ্রামে চলে সরস্বতী বন্দনা।বসে মেলাও। দাস পাড়ার পুজোর অষ্টমঙ্গলার দিন থাকে অন্ন ভোগ বিতরণের আয়োজনও।
দুর্গা পুজোর আনন্দ কার্যত এই দশ দিনের সরস্বতী পুজোতেই পুষিয়ে নেন গ্রামবাসীরা।
#দেখুন 🎦 ভিডিও👇[embed]
Next Story