জঙ্গলমহল খাতড়া

#ভাইরাল যাচাই! জঙ্গলমহলে গভীর রাতে সন্দেহভাজনদের আনাগোনার ভিডিও ভাইরাল!জেনে নিন এটি সত্যি না মিথ্যে।

#ভাইরাল যাচাই! জঙ্গলমহলে গভীর রাতে সন্দেহভাজনদের আনাগোনার ভিডিও ভাইরাল!জেনে নিন এটি সত্যি না মিথ্যে।
X

#ভাইরাল যাচাই : (বাঁকুড়া ২৪X৭প্রতিবেদন) : জঙ্গলমহলে গভীর রাতে একদল সন্দেহভাজন লোকের আনাগোনার ভিডিও কে ঘিরে ফের আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে!গত ১৫ তারিখে রাত্রি ১১টা ৫২ মিনিটের একটি সিসিটিভিতে বন্দি ভিডিও ভাইরাল হতেই ফের অজানা আতঙ্ক গ্রাস করে জঙ্গলমহলের বাসিন্দাদের!, কিন্তু আসলে এই ভাইরাল ভিডিও এর নেপথ্যে কি কারণ রয়েছে? এদের নিয়ে কী সত্যিই আতঙ্কের কারণ আছে? এসব খোলসা করতেই আমরা এই ভাইরাল ভিডিওর আসল রহস্য খুঁজে বের করতে শুরু করি "ভাইরাল যাচাই "। এবার জেনে নিন এই ভিডিওর যাচাইয়ের ফলাফল।

বাঁকুড়া জেলার জঙ্গলমহলের বারিকুল থানার মেলাড়া গ্রামে গত ১৫ তারিখে মাঝ রাতের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। এই ভিডিও নিয়ে নানা জল্পনা চলতে থাকে জেলা জুড়েও। কেও এই ভিডিওর লোকজন কে রহিঙ্গা হিসেবে দাবী করেন? তো কেও আবার মাওবাদী বা বহিরাগত হিসেবে চিহ্নিত করে? এই সন্দেহভাজন লোক জন কে নিয়ে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও আশঙ্কা করেন কেও,কেও!

বাঁকুড়া২৪X৭ এর দপ্তরেও এই ভিডিওর সত্যতা নিয়ে খোঁজ খবর নিতে থাকেন অনেকে। আমরা অবশেষে জেলা পুলিশকে বিষয়টি জানাই। জেলা পুলিশ এই ভাইরাল ভিডিওর তদন্তে নামে এবং খোলসা করে,এই ভিডিওর লোকজন কোনো সন্দেহভাজন বা বিপদজনক নন। এরা মেলাড়ার একটি ইঁটভাটার শ্রমিক ও তাদের পরিবার। এরা পুরুলিয়া জেলার কেন্দা এলাকার বাসিন্দা। ওই দিন গভীর রাতে তারা ইঁট ভাটা ছেড়ে পুরুলিয়ায় বাড়ী ফেরার জন্য গ্রাম ছেড়ে রওনা দিচ্ছিলেন। যা সিসিটিভিতে ধরা পড়ে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শ্যামল সামন্ত জানান বারিকুল থানার পুলিশ পুরো ঘটনা যাচাই করে এবং ওই লোকজনদের সাথে কথাও বলে।কোথাও কোনো অসঙ্গতি ধরা পড়ে নি তাই গ্রামবাসীদের অযথা ভয়ের বা আতঙ্কিত হওয়ার কারণ নেই।

অর্থাৎ এই ভাইরাল ভিডিওর যাচাইয়ের পর প্রমাণ হল এই ভিডিওর দাবী মিথ্যে। আম জনতাকে এই ভিডিওর আসল রহস্য জানাতে আমাদের এই ভাইরাল যাচাই এপিসোড। এটি বেশী করে প্রচারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল।

#দেখুন ভাইরাল যাচাইয়ের 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Next Story