ব্রেকিং নিউজ

সাবধান ! মশার আঁতুড় ঘরের মদতদাতা হলে, ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান জেলা প্রশাসনের।

সাবধান !  মশার আঁতুড় ঘরের মদতদাতা হলে, ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান জেলা প্রশাসনের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সাবধন! আপনি মশার আঁতুড় ঘরের মদতদাতা নন তো? হলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা মেটাতে তৈরী থাকুন।

আবার আপনার মালিকানাধীন পুকুর,ডেবা,জলাশয় নিয়মিত সংস্কার না করলে, এবং সেখানে পতঙ্গবাহিত রোগ ছড়ালে, আপনি সংস্কারের ব্যবস্থা নাব করতে পারলে আপনার মালিকানা হারাবেন আপনি। পুকুর,ডোবা,বা জলাশয় এক্ষেত্রে সরকার বাজেয়াপ্ত করতে পারবে। জেলা প্রশাসন এমন কড়া পদক্ষেপ নেওঅর জন্য কোমর বেঁধে তৈরী।

জেলা শাসক ডাঃ উমা শঙ্কর এস জানান,এই নির্দেশিকা জারি করা আছে। সেই মতো জেলায় এপর্যন্ত তিন জনকে 'টোকেন ফাইন' করা হয়েছে। নিয়মমতো এক্ষেত্রে ১০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

তাই, জেলা বাসী জরিমানা এড়াতে,বা নিজের পুকুরের মালিকানা বাঁচাতে অবশ্যই সরকারী আদেশ মেনে চলুন। কখনই মশার আঁতুড় ঘরের পৃষ্ঠপোষকতা করবেন না। এই অঙ্গীকার করিন। নিজে সু্স্থ হয়ে বাঁচুন,এবং অন্যদেরও বাঁচান।

মশা সহ পতঙ্গ বাহিত রোগ ঠেকাতে হোক লড়াই এক সাথে।

Next Story