স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে, ঝাঁটা হাতে, পথ পরিস্কারেে উপ পৌর প্রধান দিলীপ আগরওয়াল।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্বচ্ছ ভারত সাফাই অভিযান কর্মসূচিতে, নিজে ঝাঁটা হাতে শহর পরিস্কারে নামলেন বাঁকুড়া পুরসভার উপ পৌর প্রধান দিলীপ আগরওয়াল।
আজ, বাঁকুড়া অনুশীলন সমিতি ও নেহেরু যুব কেন্দ্র, বাঁকুড়ার যৌথ উদ্যোগে আয়োজিত হল মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে
স্বচ্ছ ভারত সাফাই অভিযান কর্মসূচি নেওয়া হয়।
পাশাপাশি,স্বচ্ছ ভারত অভিযানের সচেতনতার প্রচারে শহর জুড়ে একটি পদযাত্রারও আয়োজন করা হয় এদিন। হরের,ব্যাপারীহাট,রাসতলা,রাণীগঞ্জ মোড়,সাভারকর সরণি, সুভাষ রোড এলাকার কিছু অংশের রাস্তা,নিকাশী নালায় জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করেন সদস্যরা। এবং ব্লিচিং পাউডার,ফিনাইল ছড়িয়ে নোংরা স্থানগুলি জীবানুমুক্ত করা হয় বলে জানান,অনুশীলন সমিতির সম্পাদক প্রদীপ নাগ।
নেহেরু যুব কেন্দ্র বাঁকুড়ার যুব সংযোজক ডঃ রজতশুভ্র নষ্কর অংশগ্রহনকারী প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, প্রায় ৬০ জন সদস্য ও সাধারন মানুষ আজকের কর্মসূচিতে অংশগ্রহন করেছিলেন।
#দেখুন ভিডিও।[embed]