প্রায় চার ঘণ্টা আটক থাকার পর বাঁকুড়া সদর থানা থেকে বের হলেন সাংসদ সৌমিত্র খাঁ, সংবাদ মাধ্যমে দিলেন বিস্ফোরক প্রতিক্রিয়া!
BY Manasi Das31 Jan 2026 12:43 AM IST

X
Manasi Das31 Jan 2026 1:48 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রায় চার ঘন্টা আটক থাকার পর বাঁকুড়া সদর থান থেকে বের হলেন সাংসদ সৌমিত্র খাঁ। বেরিয়ে কি বললেন তিনি? জেনে নিন এই ভিডিও প্রতিবেদনে। প্রসঙ্গত,সাংসদ সৌমিত্র খাঁকে আজ বিকেল প্রায় সাড়ে পাঁচটার সময় চ্যাঙদোলা করে পুলিশ ভ্যানে তোলা হয়। ইন্দাসে কর্মী খুনের প্রতিবাদে চাঁদমারীডাঙ্গায় বাঁকুড়া এসপি অফিসের সামনে ধর্ণায় বসেছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। অবৈধ জমায়েতের অভিযোগ তুলে পুলিশ সাংসদ সৌমিত্র খাঁ ও অন্যন্য বিজেপি কার্যকর্তা,কর্মীদের পুলিশ ভ্যানে তুলে বাঁকুড়া সদর থানায় আটকে রাখে। অবশেষে রাত্রি প্রায় সাড়ে ৯ টার সময় থানা থেকে বেরিয়ে আসেন তিনি। তার সাথে আট অন্যন্য বিজেপি কার্যকর্তা ও কর্মীদেরও ছেড়ে দেয় পুলিশ।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story




