ওন্দার রেল দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর সাংবাদিক বৈঠকে সায়ন্তিকা।
BY Manasi Das25 Jun 2023 7:31 PM IST

X
Manasi Das26 Jun 2023 6:44 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওন্দার রেল দুর্ঘটনার খবর পেয়েই সাত সকালেই সেখানে ছুটে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে বাঁকুড়ায় পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য এখন জেলায় ঘাটি গেড়েছেন তৃণমূলের এই তারকা নেত্রী।কাকভোরে ওন্দায় দুটি মালগাড়ির সংঘর্ষের খবর পেয়ে তড়িঘড়ি বাঁকুড়া থেকে ওন্দায় রওনা দেন সায়ন্তিকা এবং ওন্দায় দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর সাংবাদিক বৈঠকে তার প্রতিক্রিয়া জানান তিনি। আসুন সেই সাংবাদিক বৈঠকে তিনি কি বলেছেন জেনে নিন।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story