Videos

শ্যাম মুখোপাধ্যায়ের তৃণমূল ত্যাগের জের, ঢাক বাজিয়ে,আবীর খেলে,ওয়াক থু স্লোগানে সেলিব্রেশন তৃণমূলের।

শ্যাম মুখোপাধ্যায়ের তৃণমূল ত্যাগের জের, ঢাক বাজিয়ে,আবীর খেলে,ওয়াক থু স্লোগানে সেলিব্রেশন তৃণমূলের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের তৃণমূল থেকে পদত্যাগের পর আজ সন্ধ্যেতে বিষ্ণুপুর পুর শহরে ঢাক, ঢোল বাজিয়ে,সবুজ আবীরে আকাল হোলী খেলে, আর মুখে শ্যাম বাবুর নামে ওয়াক থু,ওয়াক থু স্লোগান দিয়ে অভিনব সেলিব্রেশনে মাতল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কর্মী,সমর্থকদের এই কর্মসুচী ঘিরে উত্তাল সারা মল্লভুম।

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story