Videos

গাছের মগডাল দাও দাও করে জ্বলছে! ডাল ফাটার শব্দে কান পাতা দায়! শহরের কোথায় ঘটল এমন অগ্নিকাণ্ড? জেনে নিন।

গাছের মগডাল দাও দাও করে জ্বলছে! ডাল ফাটার শব্দে কান পাতা দায়! শহরের কোথায় ঘটল এমন অগ্নিকাণ্ড? জেনে নিন।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দাও দাও করে জ্বলেছে গাছের মগডাল। বাতাসে আস্ফালন বাড়ছে আগুনের শিখার! এমন ঘটনা ঘটল শহরের মিশন বয় স্কুলের ক্যাম্পাসে।কোন নাবালকের ফায়ার ফান! না কোন সাবালকের প্রকৃতির ওপর নিষ্ঠুরতার সাক্ষ্য তা এক পলকে বিচার করা মুশকিল। খোদ শহরের বুকে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের ক্যাম্পাসে ঘটল এমন ঘটনা।


আর আগুন লাগার অনেক পরে নাকি দমকল পৌঁছয় ঘটনাস্থলে। তার আগেই স্থানীয় মানুষ গাছের জ্বলন্ত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের লেলিহান শিখায় গাছের সিংহভাগ শাখা,প্রশাখা পুড়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে না এলে এর থেকে ভয়াবহ ভাবে আগুন শহরে ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল।

যাই হোক এই যাত্রায় বড়ো দুর্ঘটনা এড়ানো গেলেও এমন ঘটনা যেন আর না ঘটে তার জন্য সচেতন হতে হবে সকলকেই।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story