বাঁকুড়া শহরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শোভাযাত্রায় হাঁটলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।
BY Manasi Das22 Jan 2024 1:30 PM IST

X
Manasi Das22 Jan 2024 1:30 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া শহরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শোভাযাত্রায় হাঁটলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বুকে রামায়ণ ধরে তিনি পদযাত্রায় অংশ নেন এদিন। এই শোভাযাত্রায় ১০৮ মঙ্গল ঘট নিয়ে সামিল হন মহিলারা।মাচানতলার বঙ্গবিদ্যালয় মাঠ থেকে লালবাজার পর্যন্ত এই শোভাযাত্রা পরিক্রমা করে। লালবাজার দুর্গ উৎসব মাঠে বিশেষ পুজা পাঠ ও রাত পর্যন্ত নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে এদিন।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story